Wellcome to National Portal
ডেমো সাইট ১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জুন ২০২৩

রামপাল অপারেশন-১০

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যাটাালিয়ন আনসার কর্তৃক প্রায় ১৬,৫০,০০০ (ষোল লক্ষ পঞ্চাশ হাজার) টাকার অধিক মালামাল উদ্ধার

 

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের অভ্যন্তরে বি-১ পোস্টের পার্শ্ব হতে আনুমানিক ১১০০ (এক হাজার একশত)  কেজির অধিক কপার ক্যাবলসহ চোর চক্রের ০১ জন সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্প ।

          “শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগান নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাগেরহাটের রামপাল উপজেলায় “বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট কোম্পানি লিমিটেড" এ ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনার মোতায়েনকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যরা দীর্ঘদিন যাবত সততা, নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে এবং বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান প্লান্টের কাজে ব্যবহৃত মূল্যবান চোরাই মালামালসহ চোরাকারবারীদের আটক করেছে।

 

 এরই ধারাবাহিকতায় ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের একটি চৌকিশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আজ ১৯-০৪-২০২৩খ্রি.তারিখ তাপ বিদ্যুৎ কেন্দ্রের এলাকার ভিতর হতে বি-১ পোস্টের আশেপাশে এলাকা থেকে বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথের নির্দেশনায় এবং কোম্পানী কমান্ডার জনাব রাজিব হোসাইন এর নেতৃত্বে সকাল ৭.৩০ ঘটিকায় চৌকশ আভিযানিক দলটি বিদ্যুৎ কেন্দ্রের পশুর নদীর পাড়ে অবস্থান নিয়ে বি-১ পোস্টে পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যদের তাড়া করলে ১" চওড়া  কালো কভার যুক্ত ১২ পিচের আনুমানিক ১১০০ (এক হাজার একশত) কেজির অধিক কপার ক্যাবলসহ চোরচক্রের ০১ জন সদস্যকে গ্রেফতার করে। উক্ত চোরচক্রের সদস্যের নাম ১) মো: রবিউল ইসলাম (৩৫). পিতা- বদরুজ্জামান, গ্রাম-ছয়রাবাদ, পো:- পৌরস্তা, উপজেলা- রামপাল, জেলা- বাগেরহাট। উদ্ধারকৃত কপার ক্যাবলের আনুমানিক মুল্য ১৬,৫০,০০০/- (ষোল লক্ষ পঞ্চাশ হাজার) টাকা (প্রায়)।

 

ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেছেন এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ চোরকে পুলিশে সোপর্দ করা হয় এবং রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

উল্লেখ্য গত মে ২০২২খ্রি. হতে অধ্যাবদি পর্যন্ত ৫৭টির অধিক অভিযানে প্রায় ৬৭,৬৮,৩০০/- (সাতষট্টি লক্ষ আটষট্টি হাজার তিনশত) টাকার চোরাই মালামাল ও ৪৮ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

 

 

 

 

2023-06-18-13-11-91ffbf86d3efbd4067a4a47f78377498.jpeg