ঢাকার বাতাসের বর্তমান অবস্থা ‘অস্বাস্থ্যকর’। আজ সোমবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮২ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ছিল চতুর্থ। তবে ঢাকার চেয়ে কুমিল্লার বাতাস আজ বেশি ‘অস্বাস্থ্যকর’। কুমিল্লার স্কোর ২৬৬।
গত শুক্র ও শনিবার বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। গত মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।